খাস কলকাতায় পারিবারিক বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত ট্যাংরার বাসিন্দা গীতা মণ্ডল। পরিবারের অভিযোগ, লক্ষ্মী মণ্ডল, দিলীপ মণ্ডল ও কমলা মণ্ডল নামে তাঁদেরই তিন আত্মীয় গীতাকে পিটিয়ে মেরেছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর জীবন সাহার নাম করে গীতার পরিবারকে প্রায়ই ভয় দেখানো হত। আগেও একাধিকবার মারধর করা হয়েছে বলে অভিযোগ গীতার মেয়ের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি জমি নিয়ে গীতা মণ্ডলের পরিবারে সমস্যা ছিল। স্থানীয় বাসিন্দারাও বিষয়টা জানতেন। মাঝেমধ্যেই ওই বাড়িতে অশান্তি হত। এর আগেও প্রতিবেশীরা মাঝেমধ্যে মধ্যস্থতা করেছেন।
আরও পড়ুন- Baguiati Students Murder : বাগুইআটিতেও বামেদের অগ্রাধিকার, সুকান্তকে গো ব্যাক স্লোগান
বুধবার সন্ধ্যা থেকে আবারও অশান্তি শুরু হয়। লক্ষ্মী মণ্ডল, দিলীপ মণ্ডল ও কমলা মণ্ডলদের সঙ্গে গীতার ঝামেলা ছিল। সেই ঝামেলা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। অভিযোগ, বুধবার সন্ধ্যায় বচসা চলাকালীন আচমকাই লাঠি নিয়ে হামলা চালান অভিযুক্তরা। গীতাকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করার আগেই মৃত্যু হয়। গীতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেই খবর।