উৎসবের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ। এবার এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পার্কস্ট্রিট থানায়। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ অফিসারকে বসিয়ে দিয়েছে লালবাজার। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
জানা গিয়েছে, ৫ অক্টোবর শুক্রবার রাত ১টা ১০ মিনিটে থানার চার তলার রেস্ট রুমে ঘটে ঘটনাটি। অভিযোগ, পুজোর পোশাক দেওয়ার জন্য ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ডেকে পাঠিয়েছিলেন অভিযুক্ত এসআই। সেই সময়েই তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর থানায় অভিযোগ জানান ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। নির্যাতিতার অভিযোগ, তাঁর অভিযোগ দায়ের করা হয়নি। এরপরেই নির্যাতিতা স্পিড পোস্ট মারফত কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার এবং ডিসি সাউথের কাছে অভিযোগ জানান। তৎক্ষণাৎ ওই এসআইকে ক্লোজ করা হয়েছে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।