কলকাতার বুকে আন্তর্জাতিক অপহরণ চক্রের পর্দাফাঁস পুলিশের। আমেরিকায় মোটা অঙ্কের চাকরির লোভ দেখিয়ে অপহরণের অভিযোগ। অভিযোগ পেয়েই সক্রিয় গোয়েন্দারা। কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকা থেকে গ্রেফতার চক্রের তিন পাণ্ডা। পাশপাশি, উদ্ধার করা হয়েছে ভিন রাজ্যের ১৮ যুবককে।
জানা গিয়েছে, মার্কিন মুলুকে চাকরির টোপ দিয়ে মূলত পঞ্জাব-হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে ওই যুবকদের নিয়ে আসা হয় কলকাতায়। এমনকি, তার জন্য ওই যুবকদের পরিবারের থেকে মোটা অঙ্কের টাকা নেয় অভিযুক্তরা। এরপর ১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দর এলাকায়। বিমানবন্দরের কাছাকাছি দু’টি হোটেলে রাখা হয় তাঁদের।
আরও পড়ুন- Durga Puja 2022: ভোর থেকেই গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়া ভিড়, জেলায় জেলায় চলছে তর্পণ
এর মধ্যেই হরিয়ানার এক বাসিন্দা বিধাননগর কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগকারী জানান, তাঁর ছেলেকে আমেরিকার চাকরির কথা বলে ৪০ লক্ষ টাকা নেয় এক চক্র। এরপরেও আরও ৩৫ লক্ষ টাকার দাবি করা হয় বলেই অভিযোগ। অভিযোগ পেতেই সক্রিয় হয় সাইবার সেল। ওই যুবকের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তে নামতেই ফাঁস হয় এই আন্তর্জাতিক অপরাধ চক্র।
গোয়েন্দাদের কথায়, এটি একটি বিরাট বড় অপহরণ চক্র হিসেবেই কাজ করছে। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় এদের এজেন্টরা ছড়িয়ে রয়েছে। আমেরিকা থেকে ফোন করে অপহৃতদের বাবা-মার সঙ্গে কথা বলা হচ্ছে। সন্তান ভাল আছে বোঝাতে পাঠানো হচ্ছে অডিয়ো বা ভিডিও বার্তা। কিন্তু কোনও অবস্থাতেই সরাসরি ছেলের সঙ্গে কথা বলতে পারেননি বলেই অভিযোগ করেন হরিয়ানার ওই বাসিন্দা।