বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ রাজভবনের এক অস্থায়ী কর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে রাজভবনের অস্থায়ী কর্মী ওই মহিলা। লিখিত অভিযোগে মহিলা দাবি করেন, তাঁকে দু বার শ্লীলতাহানি করা হয়েছে। প্রথমবার তাঁকে শ্লীলতাহানি করা হয়েছিল গত ২৪ এপ্রিল। দ্বিতীয়বার তাঁর শ্লীলতাহানি হয় বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে।
এদিকে হেয়ার স্ট্রিট থানায় রয়েছে কলকাতা পুলিশের সাত শীর্ষ কর্তা। তাঁরা ওই মহিলার সঙ্গে কথা বলছেন। খতিয়ে দেখা হচ্ছে মহিলার অভিযোগ কতটা সত্য। ভারতীয় সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি কোনও পদক্ষেপ করা যায় না। এই ব্যাপারে আইনি পরার্মশ নিতে হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে রাজভবনে অস্থায়ী পদে গৃহসহায়িকা হিসাবে কাজ করতেন অভিযোকারিণী। তাঁকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দবোস। পুলিশ সূত্রে দাবি, এদিন বায়োডেটা-সহ ওই মহিলাকে নিজের চেম্বারে ডেকেছিলেন রাজ্যপাল। পুলিশকে দেওয়া লিখিত অভিযোগে এই দাবি করেছেন অভিযোগকারিণী।