ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) হত্যার প্রতিবাদে মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল পড়ুয়ারা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliyah University) পড়ুয়াদের পাশাপাশি কলকাতার বহু বাম সংগঠনের ছাত্রছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের একটি অংশ পৌঁছয় কলেজ স্ট্রিটে (College Street)। সেখানে পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হয়, তাদের মিছিল আর এগোতে দেওয়া হবে না। শুরু হয় পড়ুয়াদের সঙ্গে আলোচনা।
পুলিশ জানায়, ২ জনকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য রাইটার্সে যেতে দেওয়া হবে। কিন্তু পুলিশের বক্তব্য না শোনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। অভিযোগ, আলোচনা চলার মাঝেই হঠাৎ করে ধরপাকড় শুরু করে পুলিশ। ছবিতে দেখা যায়, চ্যাংদোলা করে একাধিক পড়ুয়াকে তোলা হয় প্রিজন ভ্যানে। গ্রেফতার করা হয় বেশ কিছু আন্দোলনকারীকে।
আরও পড়ুন: আনিস খান হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিল ছাত্র সংগঠনগুলোর, বিচার চেয়ে মিছিল বিশিষ্টদেরও
মঙ্গলবার সকালে দোষীদের শাস্তির দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিলে অবরুদ্ধ হয় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং। কিছুক্ষণ পর সেই অবরোধ উঠে যায়। পরে বিরাট মিছিল এগিয়ে যায় মল্লিক বাজারের দিকে। শিয়ালদহ হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল যাওয়ার কথা ছিল। এদিন দুপুরেই ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকানোর জন্য মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। ৪ জন ডিসি পদমর্যাদার পুলিশ কর্তাকে ডোরিনা ক্রসিংয়ে রাখা হয়। সেখান থেকে মিছিলের একটি অংশ চলে আসে কলেজ স্ট্রিটে। তারপরই উত্তপ্ত হয় পরিস্থিতি।