সিবিআই হেফাজতে কেমন আছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ? সিবিআই সূত্রে খবর, এমনকী ঠিকই আছেন। তবে মাঝেমধ্যে ফিসচুলার যন্ত্রণায় একটু বেশিই চটপট করছেন। বাড়ির পাঠানো খাবার তৃপ্তি করে খাচ্ছেন বলেও সিবিআইয়ের ওই সূত্র থেকে জানা গিয়েছেন। দুপুরে কী খাচ্ছেন অনুব্রত ? সিবিআই সূত্রে জানা গিয়েছে, মাছের ঝোল ও আলু পোস্ত দিয়ে শনিবার ভাত খেয়েছেন তিনি। বীরভূমের নিচুতলার বাড়ি নয়, এই খাবার এসেছিল অনুব্রতর চিনার পার্কের বাড়ি থেকেই। এদিকে রবিবারই তাঁর স্বাস্থ্যপরীক্ষা। কারণ আদালতের নির্দেশে প্রতি আটচল্লিশ ঘণ্টা তৃণমূলের এই নেতার স্বাস্থ্যপরীক্ষা হওয়ার কথা।
তবে খাওয়া-দাওয়ার পাশাপাশি গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের জেরা অবশ্য়ই অব্য়াহত। সূত্রের খবর, রবিবার সকালেও একদফায় তাঁকে জেরা করা হয়েছে। তবে জানা গিয়েছে, নিজাম প্যালেসে ১৪ তলার ঘরে অনুব্রত হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছে। তার ফলে তাঁর পায়ে একটু আড়ষ্টতা দেখা যাচ্ছে। ফলে তাঁকে ওয়াকার নিয়ে হাঁটানোর কথা ভাবচ্ছেন সিবিআই কর্তারা।