এসএসকেএম হাসপাতাল চত্বরে নজিরবিহীন কটাক্ষের শিকার অনুব্রত মন্ডল। মেডিকেল চেক আপ করিয়ে বের হওয়ায় পথে তাঁকে লক্ষ্য করে উড়ে এল 'গরু চোর' স্লোগান। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই ভুবনেশ্বরে এইমসে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করেও 'চোর, চোর' বলে চিৎকার করে ওঠেন সেখানে উপস্থিত রোগীর আত্মীয়দের একাংশ।
জানা গিয়েছে, উডবার্ন ওয়ার্ড দিয়ে বেড়িয়ে গাড়িতে ওঠার মুহূর্তে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে লক্ষ্য করে 'গরু চোর' বলে চিৎকার করতে থাকেন এক ব্যক্তি। তাঁর ওই আচরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, গ্রামে গরুচোর ধরা পড়লে যেভাবে গাছে বেঁধে রাখা হয়, তার সাথে সেই ঘটনা ঘটলে অনুব্রত বুঝতে পারবেন তিনি কতটা গরুচোর।
আরও পড়ুন- Anubrata Monndal: অনুব্রতকে ভর্তির প্রয়োজন নেই, মেডিকেল চেক আপের পর জানালো এসএসকেএম কর্তৃপক্ষ
অন্যদিকে, মেডিকেল চেক আপের পর অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়ে দেন এসএসকেএম কর্তৃপক্ষ। চিকিৎসক সরোজ মন্ডল জানান, বীরভূম জেলা সভাপতিকে ভর্তি করানোর প্রয়োজন নেই। ক্রনিক প্রবলেম থাকলেও ভর্তির প্রয়োজন নেই। সব রিপোর্ট দেওয়া আছে বলেও জানান ওই চিকিৎসক। তবে তৃণমূল নেতার স্ট্রেস নেই বলেও জানান তিনি।