আসানসোলের বিশেষ আদালতের নির্দেশে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ১০ দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। এরপর আদালত থেকে সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা। যখন নিজাম প্যালেসে সিবিআইয়ের গাড়ি এসে পৌঁছয়, তখন ঘড়িতে রাত পৌনে তিনটে। হুগলির ধনেখালিতে যানজটে ৫০ মিনিট আটকে ছিল গাড়ি। প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে আসানসোল থেকে কলকাতা আনা হয় অনুব্রত মণ্ডলকে।
আদালত চত্বরে অনুব্রত মণ্ডলের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুটে আসে। কিন্তু কোনও প্রশ্নেরই উত্তর দেননি তৃণমূল নেতা। বাড়ি থেকে এভাবে সিবিআই তুলে নিয়ে যাবে, তা ভাবতে পারেননি। সন্ধের দিকে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। বিধ্বস্তও লাগছিল তাঁকে। কখনও তোয়ালে দিয়ে মুখ মুছতে দেখা যায়। কখনও জল খান। কখনও মাথা এলিয়ে দেন গাড়িতে।
আরও পড়ুন: দল যেতে না বললে পিজি হাসপাতাল থেকে অনুব্রতকে ‘অসুস্থ’ লিখিয়ে নেওয়া যেতঃমদন মিত্র
অনুব্রত মণ্ডলকে নিয়ে রাত আড়াইটে নাগাদ দ্বিতীয় হুগলি সেতু পার করে সিবিআইয়ের কনভয়। তখন ক্লান্ত, অবসন্ন তৃণমূল নেতা। রাত ২টো ৪৩ মিনিট নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে আসেন সিবিআই আধিকারিকরা। গাড়ি থেকে নেমে হেঁটেই সিবিআই অফিসে ঢোকেন তিনি।