বেলঘরিয়া ও টালিগঞ্জ। দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে সরগরম হয়েছিল রাজ্য-রাজনীতি। ফেব্রুয়ারিতে নিয়োগ দুর্নীতিতে ফের রহস্যময়ী নারী চরিত্র। এবার গোয়েন্দাদের নজরে হৈমন্তী গঙ্গোপাধ্যায়। দুই নারীচরিত্রের উত্থানের মধ্যে অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা।
অর্পিতা কেরিয়ারের শুরুতে মডেলিং করেছিলেন। কিছু মিউজিক ভিডিও ও সিনেমাতে অভিনয় করেছেন। নাকতলা উদয়ন সঙ্ঘের মুখ ছিলেন। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক। টবিন রোডে একটি নেইল আর্ট পার্লারও খুলেছিলেন। নিয়োগ দুর্নীতির তদন্তে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর জেলবন্দী।
আরও পড়ুন: ৩টি বাংলা ছবিতে কাজ, বিনোদন সংস্থাও ছিল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের
হৈমন্তীর কেরিয়ারও মডেলিং ও অভিনয় দিয়ে শুরু। 'অচেনা উত্তম' নামে একটি ছবিতে নার্সের রোলে অভিনয় করেন। এরপরই গোপাল দলপতির সঙ্গে পরিচয় হয়। শুক্রবার জানা গিয়েছে, লেকটাউনে ট্রপিকানা নামে একটি পার্লারও খুলেছিলেন তিনি। শুক্রবার দুপুর থেকে বন্ধ সেই পার্লার। তদন্তকারীদের অনুমান, গ্ল্যামারকে ব্যবহার করেই রাজনীতির প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন হৈমন্তী।
বেলঘরিয়ার মেয়ে অর্পিতা। বাড়িতে বৃদ্ধা মা। মেয়ে কী করতেন, জানতেন না। মায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কও ছিল না। হৈমন্তীর পরিস্থিতিও এক। হাওড়ার বাকসাড়ার মেয়ে হৈমন্তী। মায়ের কাছে সংবাদমাধ্যম গেলে, তিনি জানান, তাঁর মেয়ে তাঁর কাছে মৃত। হৈমন্তী এখন কোথায় আছে, তা জানতে পারেননি তদন্তকারী আধিকারিকরা।