ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির এতদিন জেলবন্দি থাকা মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার নওশাদের জেল হেফাজতে থাকা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। স্পিকার জানান, ওর আইনজীবীর পদক্ষেপ করা উচিত ছিল। এতদিন জেলে রাখার কারণ আছে বলে তিনি মনে করেন না। জানিয়েছেন স্পিকার।
বুধবারই নৌশাদদের গ্রেফতারি নিয়ে একটি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বেঞ্চ প্রশ্ন তোলে, "একটি কর্মসূচিকে কেন্দ্র করে এত জনকে গ্রেফতার করা হয়েছে?" বিমান বন্দ্যোপাধ্যায় জানান, একজন স্পিকার বা বিধায়ক হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে তিনি মনে করেন, নৌশাদের এতদিন জেলে থাকা উচিত নয়।
গত ২১ জানুয়ারি, ধর্মতলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভ করেন কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। বিধায়ক নৌশাদের সঙ্গে বহু কর্মী সমর্থক-দের গ্রেফতার করে পুলিশ।