Bowbazar Incident : বউবাজারে দুর্গা পিতুরি লেনের ১০টি বাড়িতে ফের ফাটল, অভিযোগ মেট্রো রেলের বিরুদ্ধে

Updated : May 12, 2022 07:17
|
Editorji News Desk

তিন বছর পর আবার খবরের শিরোনামে মধ্য কলকাতার (Central Kolkata) বউবাজারের (Bowbazar) দুর্গা পিতুরি লেন। বুধবার ফের একবার সেই একই জায়গায় মেট্রো রেলের (Metro Rail) কাজের জন্য় ফাটল দেখা দিল। যার জেরে উত্তেজনা ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-Wast Metro) কাজ চলছে বউবাজার চত্বরে। এদিন সন্ধ্য়ায় দুর্গা পিতুরি লেনের প্রায় ১০টি বাড়ির গায়ে ফাঁটল দেখা দেয়। রাত বাড়ার সঙ্গে ফাটল বাড়তে থাকে। ফলে এলাকাবাসীর মধ্যে ফের আতঙ্ক গ্রাস করতে শুরু করে। শুধু তাই নয়, ২০১৯ সালে যে বাড়িগুলিতে ফাটল ধরেছিল, এ দিনও সেই বাড়িগুলিতেই ফাটল ধরেছে। তাহলে সেই সময় ঠিক করে বাড়ি সংস্কার করা হয়নি কিনা, প্রশ্ন উঠছে। তাতেও মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে এবং বিধায়ক নয়না দাস। পুলিশ গিয়ে, ওই এলাকার মানুষদের বাড়ির বাইরে আসতে প্রথমে অনুরোধ করে। কাউন্সিলর বিশ্বরূপ দে জানান, বুধবার রাতের জন্য ৩০ টি পরিবারকে একটি স্কুলে রাখা হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, মেট্রোর (Metro) কাজের জন্যই বাড়িতে ফাটল ধরছে। মেট্রো (Metro) কর্তৃপক্ষকে বার বার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষ দায় স্বীকার করেনি। মেট্রো রেলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়েছেন। ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথাবার্তা হয়েছে।

এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ (Police)। মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। স্থানীয়রা জানান, বাড়িতে থাকতে ভরসা পাচ্ছেন না তাঁরা। তাই যা কিছু পেরেছেন, গুছিয়ে বেরিয়ে এসেছেন। দরকারি কাগজপত্র নিয়ে বেরিয়েছেন। মেট্রো কর্তৃপক্ষ যেখানে থাকার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তাঁরা। কাউন্সিলর নিজেও তাদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন। এর আগে ২০১৯ সালে তিন মাস হোটেলে থাকতে হয়েছিল, এ বারও তেমন হতে পারে আঁচ করেই বেরিয়েছেন তাঁরা। খবর পাওয়ার অনেক পরে মেট্রোর তরফে এক আধিকারিক এবং এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে হাজির হন বলে জানিয়েছেন স্থানীয়রা। বউবাজার এলাকায় স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগরদের একটি বড় অংশ রয়েছেন। এর আগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তাঁদের। এ বারও আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।

kolkataMetro

Recommended For You

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য
editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট