পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Asembly) বিধায়ক (Mla) বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথ সম্পন্ন। বুধবার রাজ্যপালের নির্দেশ মেনে বাবুলকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) আশিস বন্দ্যোপাধ্য়ায়। শপথের পর বালিগঞ্জের বিধায়ক জানিয়েছেন, ভোটের জেরার পর থেকেই তিনি কাজ শুরু করে দিয়েছিলেন। শুধু শপথটাই নেওয়া হচ্ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ মেনেই বাংলার উন্নয়নের জন্য কাজ করবেন তিনি।
এদিন কালো গাড়ি চেপে বিধানসভায় আসেন বাবুল। নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় আসেন। তাঁর শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়- সহ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মৎস্য মন্ত্রী অখিল গিরি, পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যা রানী টুডু, মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ মুখ্য সচেতক তাপস রায় ও রাসবিহারীর বিধায়ক তথা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার প্রমুখ।
গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী সায়রা হালিমকে ২০,০৩৮ ভোটে হারিয়ে জয়ী হন বাবুল। তারপর থেকেই একের পর এক কারণে পিছিয়ে যাচ্ছিল তাঁর শপথগ্রহণ। কারণ বিধায়কদের শপথগ্রহণের যে অধিকার রাজ্যপাল স্পিকারকে দিয়ে থাকেন তা তিনি ফিরিয়ে নিয়েছিলেন। সঙ্গে পরিষদীয় দফতর যখন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে বাবুলের শপথের জন্য অনুমতি চায়, তখন তিনি সরকারের কাছে আটকে থাকা বিলের জবাবদিহি তলব করেন। ফলে আটকে যায় বাবুলের শপথ।