বামপন্থীদের (Left Front) সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশ জুড়ে ৪৮ ঘণ্টা ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট (All India Strike) সফল করতে সকাল থেকেই বিভিন্ন জায়গায় পথে নেমেছেন বামপন্থী কর্মীরা। শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি।
কলকাতার (Kolkata) একাধিক জায়গায় স্কোয়াড মিছিল এবং অবরোধ শুরু করেছেন ধর্মঘট সমর্থনকারীরা। যাদবপুরে ( Jadavpur) সিপিএমের (CPIM) নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসা হয় তাঁদের। গোলপার্কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বনধ সমর্থকরা৷ রাস্তায় গার্ডরেল দিয়ে গাড়ি চলাচল আটকানোর চেষ্টা হয়। পুলিশ দ্রুত অবরোধ তুলে দেয়।
আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গেলেন নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
রামপুরহাট, বহরমপুর, বর্ধমান, জলপাইগুড়ির মতো জেলা শহরেও পথে নেমেছেন বনধ সমর্থকরা৷ জেলার প্রধান বাস টার্মিনাসগুলিতে বিক্ষোভ শুরু হয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট মিলগুলির সামনে পিকেটিং করছে বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যরা। তবে এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক। ট্রেনে যাত্রীসংখ্যাও প্রায় স্বাভাবিক।
বনধ সমর্থন করছে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলি। এই সেক্টর বামেদের নিয়ন্ত্রণে। ফলে সম্পূর্ণ স্তব্ধ হতে চকেছে ব্যাঙ্কিং পরিষেবা।