চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালের (Chittaranjan Cancer Hospital) উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) নামে অভিযোগ করলেন তিনি। সরকারি কাজে গতি আনতে অবসরপ্রাপ্ত বেসরকারি আধিকারিকদের নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেয় রাজ্য। সেই বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। এই নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বেসরকারি সংস্থা থেকে আধিকারিক নিয়োগ নিয়ে রাজ্যপাল প্রশ্ন করেছেন। বিস্তারিত কাগজ দেখতে চেয়েছেন। কিন্তু উনি জানেন না, কেন্দ্রের পরামর্শ মেনেই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।" এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, "আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু কেন্দ্রের পরামর্শ আমরা ৯০ শতাংশ মেনে চলার চেষ্টা করি।"
আরও দেখুন: ক্যানসার হাসপাতালে ২৫ শতাংশ অর্থ দিয়েছে রাজ্য, প্রধানমন্ত্রীর সামনেই দাবি মুখ্যমন্ত্রীর
ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর কাছে মেডিকেল কলেজগুলোর সিট বাড়ানো নিয়ে আবেদন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিক নিয়োগের বিষয়েও দাবি করেন তিনি।