ইউক্রেন (Ukraine) থেকে ঘরে ফেরা বাংলার পড়ুয়াদের বাড়ি বাড়ি যাবে রাজ্যের বিজেপি (BJP) নেতারা। ঠিক হয়েছে কেন্দ্রের তালিকা জোগাড় করে ইউক্রেনে আটকে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করবে দল। বৃহস্পতিবার থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বিজেপি। দিল্লি থেকে যে তালিকা পাওয়া গিয়েছে, তাতে রাজ্যের ৩৬৪ জনের নাম আছে।
বিজেপির এই দলীয় কর্মসূচীর দায়িত্ব আছেন দলের সহ সভাপতি মধুছন্দা কর। পেশায় তিনি চিকিৎসক। তাঁর মতে, যারা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরেছেন, অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। এখনও অনেক মানুষ ইউক্রেনে আটকে আছেন। অনেকে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি সীমান্তে এসে ফেরার অপেক্ষা করছেন। তাদের পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়াতে চাইছে দল।
আরও পড়ুন: স্ত্রী'কে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার হাওড়ার সিভিক ভলান্টিয়ার
কিন্তু রাজনৈতিক দল হিসেবে বাড়ি বাড়ি গিয়ে কী বলবেন বিজেপি নেতারা! মধুছন্দার মতে, এই সময় তাঁদের সঙ্গে কথা বলাটাই একটা বড় শ্রুশ্রুষা। কেন্দ্রীয় সরকারে আছে বিজেপি। তাই অনেক মানুষ দলকে ভরসা করছেন এই সময়। জনপ্রতিনিধিরা পাশে দাঁড়ালে ভরসা পাবে পরিবার। বিজেপি সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলার পড়ুয়া ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য রাজ্য দফতর থেকে ফোন করা শুরু করেছে বিজেপি। এরপর দলের রাজ্য নেতা থেকে বিধায়ক, সাংসদরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। কে কবে কোথায় যাবেন, সেই মতো দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেই অনুযায়ী কাজ চলবে।