তিলজলায় শিশুকন্যা হত্যার ঘটনার পর নড়েচড়ে বসল লালবাজার৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। মৃত শিশুর পরিবারের দাবি, সকালে শিশুটি নিখোঁজ হওয়ার পরে থানায় বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু পুলিশ আধিকারিক ও কর্মীরা গুরুত্ব দেননি। এই অভিযোগের প্রেক্ষিতে প্রতিটি থানাকে নিখোঁজদের তালিকা তৈরি করে উপ নগরপালের দফতর বা ডিভিশন অফিসে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে ওই তালিকা যাবে লালবাজারে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে লালবাজার৷
Shatarup Ghosh: 'টেস্ট টিউব বেবি' নিয়ে নেতিবাচক মন্তব্য! ক্ষমা চাইলেন শতরূপ
প্রতিটি থানাকে বলা হয়েছে, প্রতিদিন রাত একটার মধ্যে সংশ্লিষ্ট ডিভিশন অফিসে পাঠাতে হবে নিখোঁজদের তালিকা। প্রতিটি কেসের সঙ্গে উল্লেখ করতে হবে থানা কী কী ব্যবস্থা নিয়েছে বা মামলা করেছে কিনা। ডিভিশন অফিস থেকে পরের দিন সকাল ৬টার মধ্যে লালবাজার ক্রাইম কন্ট্রোলের ওসিকে ওই তালিকা পাঠাতে হবে। তালিকার একটি কপি যাবে গোয়েন্দা বিভাগের সিআরএস-এর ওসির কাছে।
কিছুদিন আগে ট্যাংরার এক যুবক নিখোঁজ হয়েছিলেন। তিন সপ্তাহ পর তাঁর লাশ উদ্ধার হয়। সেই ঘটনাতেও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। তারপর তিলজলার ঘটনা। এবার নড়েচড়ে বসল লালবাজার।