কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়লেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) উপাচার্য অনুরাধা লোহিয়া (Anuradha Lohia)। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামনে রাস্তা আটকে ক্যারাম খেললেন ছাত্রছাত্রীরা। যাদবপুর এইটবির মোড়ে বনধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হল পুলিশের।
সোমবার সকাল থেকে দফায় দফায় প্রেসিডেন্সি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান সিপিএমের (CPM) ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) সদস্যরা। বেলা বাড়লে ক্যাম্পাসে ঢুকতে যান উপাচার্য। তাঁর গাড়ি ঘিরে পিকেটিং করেন পড়ুয়ারা।
আরও পড়ুন: Bharat Bandh: ধর্মঘটের মিশ্র প্রভাব রাজ্যে; রেল, জাতীয় সড়ক অবরোধ
যাদবপুরেও বনধকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছিল। বেঙ্গল ল্যাম্প মোড়ে রাস্তা আটকে দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ক্যারাম খেলেন তাঁরা। অন্যদিকে এইটবিতে পথ অবরোধকে কেন্দ্র করে দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ও বনধ সমর্থকদের সংঘর্ষে আহত হন কয়েকজন।