"কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে
তবুও তোমার কাছে আমার সমস্ত হৃদয়"
জীবনানন্দ দাশের এই বিষণ্ণ দুটো পংতি এবার কলকাতার এক পুজোর থিম। ভবানীপুর ৭৫ পল্লির পুজো। হীরক জয়ন্তী উদযাপনে এবার প্রাণের শহরকে ফিরে দেখা পুজো উদ্যোক্তাদের।
পুজো মানে, শুধুই জাঁকজমক, আড়ম্বর? তা কী হয়! কিছুটা ফিরে দেখাও যে জরুরি। সেই বিশ্বাস থেকেই এমন থিমের ভাবনা।
কলকাতার বুক থেকেই রোজ একটু একটু করে খসে পড়ছে পুরনো কলকাতা, প্রাণের সেই শহরের আমেজ হারিয়ে কলকাতা হয়ে উঠছে স্মার্ট, আর ক্রমশ বাতিল হতে থাকা বুড়ো কলকাতাকেই উৎসবের লগ্নে আঁকড়ে ধরল ভবানীপুর ৭৫ পল্লী।
বইয়ের পাতা থেকে যেন একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে পুরনো কলকাতা। হলুদ ট্যাক্সি, ট্রাম, হাতে টানা রিক্সা, রেডিও কলকাতার রাস্তা থেকে যা কিছু মুছে যাচ্ছে, সেই বাতিল হওয়া শহরকে বুকে নিয়ে চলছি আমরা। যেন সবটুকু ফেলে না দিই, যেন পুরনোকেও সঙ্গে নিই, আরও একবার মনে করিয়ে দিল দক্ষিণ কলকাতার এই পুজো।