ভবানীপুরের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় সুমন দাস এবং অনির্বাণ গুপ্ত নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, গোটা ঘটনার ছক কষেছিলেন অনির্বাণ। অভিযোগ, মাত্র ২ হাজার টাকার জন্য ব্যবসায়ী খুনে মূল অভিযুক্তকে সাহায্য করেছিলেন ধৃত সুমন।
জানা গিয়েছে, সাধারণ ওষুধ ডেলিভারি করে ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করতেন সুমন। তাঁকে বড় ডেলিভারি আছে বলে বেশি টাকার লোভ দেখানো হয়েছিল। সেই ফাঁদে পা দিয়েই এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
আরও পড়ুন - লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগের সন্ধেয় লক্ষ লক্ষ টাকা উদ্ধার কলকাতায়, গ্রেফতার তিন
উল্লেখ্য, ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লখানি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। তদন্ত নেমে পুলিশ পেশায় ওষুধ ব্যবসায়ী ভব্য লখানির মোবাইল বিডন স্ট্রিট এলাকা থেকে উদ্ধার করে। ওই ফোনের সূত্র ধরেই নিমতায় হানা দেয় পুলিশ। উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ। এরপরেই অনির্বাণ গুপ্তা ও সুমন দাসকে গ্রেফতার করে পুলিশ।