ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে ব্যবসায়ী দম্পত্তির রক্তাক্ত দেহ। গুজরাতি দম্পতি অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমি শাহকে খুন করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। দুজনের দেহেই একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
দম্পতির তিন মেয়ের মধ্যে একজন তাঁদের সঙ্গে ওই ফ্ল্যাটেই থাকতেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন, সওয়া ৬টা নাগাদ বাড়ি ফিরে দেখেন দরজা খোলা। এর পর ফ্ল্যাটে ঢুকে বাবা ও মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। ঘরে টিভি চলছিল, আলমারি খোলা ছিল।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর থানার পুলিশ, কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াডের তদন্তকারী দল এবং অ্যাডিশনাল কমিশনার প্রবীণ ত্রিপাঠী। সোমবার রাতেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের স্নিফার ডগটি ফ্ল্যাট থেকে বেরিয়ে গন্ধ অনুসরণ করে প্রায় ৫০০ মিটার দূরে হরিশ পার্কের দিকে যায়।
বিনীত গোয়েল জানান, ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া হিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ফ্ল্যাট থেকে হরিশ পার্ক পর্যন্ত এলাকায় ট্রাফিক পুলিশ এবং আবাসনের একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখলে আততায়ীদের হদিশ মিলতে পারে।