রাজ্যজুড়ে ফের ডেঙ্গি আতঙ্ক (Denguie Scare)। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ডেঙ্গির খবর প্রকাশ্যে এসেছে। ডেঙ্গি নিয়ে সতর্ক করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার পথে নামল বিধাননগর পুরনিগম। সোমবার পুরনিগমের অর্জুনপুর, দেশবন্ধু নগর- সহ একাধিক অঞ্চলে ডেঙ্গি নিয়ে সতর্ক করতে পদযাত্রা বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ও একাধিক কাউন্সিলররা ছিলেন ওই পদযাত্রায়।
চলতি বছর বিধাননগর পুরনিগমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত কয়েকদিনেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে! এবার সচেতনতার জন্য় বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে পদযাত্রা হয়। ডেঙ্গু নিয়ে একাধিক বার্তা, প্ল্যাকার্ড ও মশারি টাঙিয়ে পদযাত্রা করা হয়। সল্টলেকের বিভিন্ন বাড়ির গ্যারাজে, ছাদে, খালি ফুলের টবে জমা জল আছে। বাড়িতে যাতে জমা জল না জমে, তা নিয়ে সচেতন করেছে পুরনিগম। সোমবার থেকে জল পরীক্ষা করার জন্য একটি পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও ডোর টু ডোর ভিজিট করাও শুরু করেছে বিধাননগর পুরনিগম। সোমবার এই নিয়ে সচেতনতামূলক প্রচারও শুরু করল বিধাননগর পুরনিগম।
আরও পড়ুন: মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ রোগীর পরিবারের, দিনভর ডাক্তারদের বিক্ষোভ
পুরনিগমের আধিকারিকরা জানিয়েছে, ডেঙ্গির জন্য দায় এডিস ইজিপ্টি মশা। এই মশা এক চামচ জলেও বংশবিস্তার করতে পারে।