যে কেউ চাইলেই চাকরি হবে না। মেধার ভিত্তিতে নিয়োগই আসল দাবি। সেই দাবিতেই আদালতে লড়ছেন তিনি। স্কুল নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য শুক্রবার স্পষ্ট করে দিলেন তাঁর লক্ষ্যের কথা। তিনি বলেন, ‘‘নিয়ম মেনে একটা সুস্থ প্রতিযোগিতা হওয়া দরকার। তার মধ্যে যাঁরা মেধাতালিকায় উপর দিকে থাকবেন তাঁদেরই চাকরি হবে।’’
শুক্রবার এক সংবাদমাধ্যমে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে প্রশ্নের থেকে বেশি ছিল তাঁর কাছে অনুরোধ। চাকরিপ্রার্থীদের অনেকেই একের পর এক মন্তব্যে বুঝিয়ে দেন তাঁরা বিকাশরঞ্জনের উপরে ভরসা রাখছেন। এমনকি এসএসসি পরীক্ষার মেধাতালিকায় যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁদেরও যাতে চাকরি হয় এমন অনুরোধও করেন কেউ কেউ। যা দেখে বিকাশরঞ্জন বলেন, ‘‘সবাইকে নিয়োগ দাও এই দাবিটা তো আরও একটা দুর্নীতি।’’ সেই সঙ্গে জানান, চাকরিপ্রার্থীদের এই দাবিকে তিনি সমর্থন করেন না।
চাকরিপ্রার্থীদের মধ্যে এই আশা তৈরি হওয়া নিয়ে বিকাশের দাবি, এই দুর্নীতি চক্রের বাইরে কেউ বের হতে পারছে না। সেই কারণেই কিছু মানুষের মধ্যে মিথ্যা আশা তৈরি হচ্ছে। দাবি উঠছে, ওয়েটিং লিস্টে থাকা সবাইকে চাকরি দিতে হবে। বিকাশরঞ্জন বলেন, ‘‘আমি চাই সবাই চাকরি পান, কিন্তু সেটা মেধার ভিত্তিতে। এখনও বহু শূন্যপদ রয়েছে।" সেই পদ পূরণ করার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।