২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কংগ্রেসের সঙ্গে জোট করেই ভোটে লড়েছিল বামেরা। রবিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যৌথ সাংবাদিক বৈঠক করেন। বিমান বসুর দাবি, "আমি প্রত্যাশা করব, এবার কংগ্রেসের ভোট বামেদের দিকে হবে। আমিও তো আগে কখনও অধীরের পাশে বসে সাংবাদিক সম্মেলন করিনি। আজকে করছি।"
রবিবার বিশেষ কাজে কলকাতা আসেন অধীর চৌধুরী। আচমকা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের কথা জানানো হয়। জানানো হয়, ওই সাংবাদিক বৈঠকে থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর এই প্রথম দুই দলের শীর্ষ নেতাকে একই মঞ্চে দেখা যায়।