পুরসভা নির্বাচনে সন্ত্রাসের (Municipal Election Violence) অভিযোগে সোমবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের (Strike) ডাক রাজ্য বিজেপির। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা বন্ধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে রাস্তায় নেমেও প্রতিবাদে সামিল হবে বিজেপি (BJP)।
রবিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিজেপির প্রার্থী, কর্মী ও সমর্থকরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। দুপুরে দলের পক্ষ থেকে জানানো হয় সাংবাদিক বৈঠক করা হবে। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বালুরঘাট থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, খড়গপুর থেকে সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ, কাঁথি থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সাংবাদিক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।
আরও পড়ুন: কাঁথিতে দফায় দফায় সংঘর্ষ বিজেপি-তৃণমূলে, ভোটলুঠের অভিযোগ শুভেন্দু অধিকারীর
বিজেপির অভিযোগ, রাজ্যের পুরসভা নির্বাচনে গায়ের জোরে ভোট করানো হয়েছে। বহু জায়গায় ছাপ্পা ভোট হয়েছে। ভোট লুঠ করা হয়েছে। বিজেপির অভিযোগ, পুলিশ কোথাও কোথাও দর্শকের মতো আচরণ করে তৃণমূলকে সহযোগিতা করেছে।