রাজ্যের ১০৮টি পুরভোটে(Municipal Election 2022) সন্ত্রাস, ভোটলুঠের অভিযোগ তুলে আজ, সোমবার রাজ্যে ১২ ঘন্টার বন্ধের(Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি(BJP)। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ডাকা এই বন্ধ সফল করতে সকাল থেকেই রাজ্যের সর্বত্র পথে নামছেন বিজেপি(BJP) কর্মীরা। বিজেপির অভিযোগ, নির্বিকার পুলিশ-প্রশাসনের সামনেই অবাধে ভোট লুঠ করেছে রাজ্যের শাসক দল(TMC)। কোথাও পুলিশ(Police) দর্শকের ভূমিকা নিয়েছে, আবার কোথাও বা ভোটলুঠে তৃণমূলকে(TMC) সাহায্য করেছে।
সোমবার বিজেপির(BJP) ডাকা বন্ধে বাংলায় স্বাভাবিক থাকবে স্কুল-কলেজ-দোকানপাট-যান চলাচল। বাংলায় বন্ধের(Bangla Bandh) কোনও প্রভাব পড়বে না। রবিবার এ বিষয়ে স্পষ্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নবান্নে তরফে। এমনকি সোমবার অফিস না এলে কাটা যাবে বেতন-কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার(Bengal Govt.)।
আরও পড়ুন- BJP Bangla Bandh: পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ, সোমবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির
বিজেপির(BJP) তরফে বাংলা বন্ধের(Bangla Bandh) ঘোষণা হতেই রবিবার রাতে বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Dwivedi)। সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং কমিশনারেটের কমিশনারদের নিয়ে এই বৈঠক ডাকা হয়। বন্ধ রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সমস্ত ঠিক হয় বৈঠকে।