"আগে সরকারি কর্মীদের পেনশন ও ডিএ দেওয়ার ব্যবস্থা করুন। চাকরির ব্যবস্থা করুন। নিজের দায়িত্ব পালন করুন। প্রয়োজনের থেকে বেশি দিচ্ছে কেন্দ্র।" মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার কোভিড নিয়ে বৈঠকে পেট্রল ও ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তার জবাবে সাংবাদিক বৈঠক ডেকে নবান্ন থেকে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতর্ভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সেখানে পেট্রপণ্য ইস্যুতে তিনি বলেন, "ওই গল্প কতদিন চলবে! দুর্নীতির কথা হলেই পাওনা। পেট্রলের দাম কমানোর কথা হলেই পাওনা। এসব গল্প দিয়ে চলবে না। রোজ পাওনা বেড়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে সব ব্যাপারেই বেশি টাকা দেয়। নিজেদের কোনও ইনকাম নেই। কেন্দ্রের ওপরেই করে খাচ্ছেন। পেনশন দিচ্ছেন না, ডিএ দিচ্ছেন না। এখন পেমেন্টও বন্ধ হয়ে যাবে। সেই দায়িত্ব পালন করুক। এতদিন চিৎকার করেছিলেন। রাস্তায় নেমেছিলেন পেট্রল বলে। পেট্রল পাম্পের ডেমোস্ট্রেশন করেছিলেন। কেন্দ্র সরকার কমাল। বিজেপির রাজ্য সরকারও কমাল। কেন করছেন না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও করুক।"
আরও পড়ুন: ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯ হাজার ৫৯ টাকা, অভিযোগ দায়ের নরেন্দ্রপুরে
কোভিডের বৈঠকে পেট্রপণ্য নিয়ে রাজ্যকে দাম কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এরপরই নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের থেকে ৯৭ হাজার কোটি টাকা বকেয়া আছে। তা দ্রুত মিটিয়ে দিক কেন্দ্র।