সম্পত্তি বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় (PIL) নাম এসেছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে। শুক্রবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ এই নিয়ে কটাক্ষ করে বলেন, "এত লোকের নাম এসেছে, আমার নাম কেউ দিল না। ভাবছিলাম, এটা প্রেস্টিজের ব্যাপার।"
এদিন দিলীপ ঘোষ বলেন, "আমি ভাবছিলাম, এত লোকের নাম এসেছে। আমার নামটা কেউ দিল না! এটা প্রেস্টিজের ব্যাপার। প্রশ্ন হচ্ছে, যে যার ইচ্ছা বলতে পারে। সে কার কাছ থেকে টাকা নিচ্ছে, সে কী কোনও অভিযোগ করেছে! কোর্টে এখন দেখাতে হবে, আমাদের নেতারা সব দাগী হয়ে গিয়েছে, ওদের গায়ে একটু কাদা দি। চেষ্টা হচ্ছে। দেখা যাক, যদি কোর্ট মনে করে, যে কোনও লোককে ডাকতে পারে। কিন্তু কেউ তো অভিযোগ করবে, আমার কাছ থেকে টাকা নিয়েছে বা ওর কাছ থেকে টাকা নিয়েছে। কোনও অভিযোগ নেই। রাস্তার লোক, যার নামে ইচ্ছে অভিযোগ করে দেবে, আর তার বাড়িতে পুলিশ চলে আসবে নাকি! যদি এরকম থাকত, তাহলে সিআইডিকে দিয়ে তদন্ত করাতে পারতেন। সেটা করাননি। ওনারা জানেন, এটা মিথ্যা।"
আরও পড়়ুন: ফের নিম্নচাপ, শনিবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার রাজ্যের নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে নতুন করে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম-সহ একাধিক নেতা-মন্ত্রীর নাম আছে। নাম আছে কাঁথি ও তমলুকের তৃণমূল সাংসদ শিশির ও দিব্যেন্দু অধিকারীর। নাম আছে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের। তালিকায় আছেন সৌমিত্র খাঁয়ের নামও। হাই কোর্টে মামলাটি দায়ের করেন সুজিত গুপ্তা নামে এক ব্যক্তি।