বৃহস্পতিবার বাজেট পেশের পর বিধানসভার বাইরে উত্তেজনা। মুখ্যমন্ত্রী বেরোনোর সময় 'চোর চোর' স্লোগান দিলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। পাল্টা 'মুখ্যমন্ত্রী জিন্দাবাদ' স্লোগান তোলেন বিধানসভার কর্মী ইউনিয়নের সদস্যররাও।
বৃহস্পতিবার বাজেট পেশ হওয়ার পর এদিন নিজের ঘরে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় বিধানসভা থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য পথে ব্যারিকেড করেছিল পুলিশ। আটকে পড়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্য বিজেপি বিধায়করা। এরপরই উত্তেজনা তৈরি হয় বিধানসভা চত্বরে।
আরও পড়ুন: গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, খুনের অভিযোগ পুলিশের, আনা হল লালবাজারে
সেই সময়ই বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেন শুভেন্দু-সহ বাকি বিজেপি বিধায়করা। পাল্টা মুখ্যমন্ত্রী জিন্দাবাদ স্লোগান তোলেন তৃণমূল সমর্থিত কর্মী ইউনিয়নের সদস্যরা।