রাজ্যে ক্রমাগত শিশুমৃত্যুর প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ-অবস্থান বিজেপির। বৃহস্পতিবার রাজ্যে অ্যাডিনোভাইরাসে শিশুমৃত্যু নিয়ে বিধানসভায় শুরু থেকেই ঝড় ওঠে। প্রথমে এই দাবিতে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। প্রস্তাব পড়েন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এমনকি, অ্যাডেনোভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিবৃতিও দাবি করে বিজেপি। এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে রাজ্যের প্রধান বিরোধী দল। কক্ষত্যাগ করে বাইরে এসে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপি বিধায়করা। অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ, নীলাদ্রি দানা, মুকুটমণি অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক এই বিক্ষোভে সামিল হন।
অন্যদিকে, বুধবার রাতেও বিসি রায় হাসপাতালে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার মেডিক্যাল কলেজে মারা যায় দুই শিশু। ফলে দফায় দফায় শিশু মৃত্যুতে একদিকে যেমন আতঙ্ক বাড়ছে, তেমনই প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে সুর চড়াচ্ছে বিরোধীরা।
আরও পড়ুন- Delhi Accident: রাস্তায় ধারে দাঁড়িয়ে ছিলেন ৮ জন, আচমকাই গাড়ি এসে পিষে দিল তাঁদের