নবান্ন অভিযানে গিয়ে আটক বিজেপি নেতা-কর্মীরা। প্রতিবাদে রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। পথ অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের।
অন্যদিকে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথা ফাটে বলে অভিযোগ। এরপরেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। পুলিশের পিসিআর ভ্যান, পুলিশের টুপিতে আগুন বিক্ষোভরত বিজেপি কর্মীদের। নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য এমজি রোডে।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির প্রস্তুতি ছিল অনেকদিন আগের থেকেই । প্রস্তুত ছিল রাজ্য প্রশাসনও । বিজেপির মিছিল যাতে নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছিল । মঙ্গলবার বেলা গড়াতেই দফায় দফায় বিক্ষোভ-অশান্তির খবর আসতে শুরু করে । নবান্ন অভিযান শুরুর আগেই আটক করা হয় শুভেন্দু, লকেট ও রাহুল সিনহাকে । হাওড়ায় আটক হন সুকান্ত মজুমদারও (Sukanata Mazumdar) ।