নির্বাচন কমিশনের উপর তাদের কোনও আস্থা নেই। তাই তাঁরা চান সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট হোক লোকসভায়। রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও ব্রায়েনের এই দাবি এবার উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা কটাক্ষ করে সুকান্ত জানিয়েছেন, নতুন সংবিধান রচনা করছে তৃণমূল। এই সব দাবি হাস্যকর ছাড়া আর কিছু নয় বলে পাল্টা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
সুপ্রিম কোর্টের নজরদারিতে এবার লোকসভা ভোট করানোর দাবি জানাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে এই দাবি করেছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনকে নিজেদের পার্টি অফিসে পরিণত করেছে বিজেপি।
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বছরের লোকসভার ভোট। চলবে ১ জুন পর্যন্ত। চার তারিখ হবে ভোটের গণনা। উত্তরপ্রদেশ, বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গে হবে সাত দফায় ভোট। রাজ্যে ভোটের আগেই ডিজির পদ থেকে সোমবার রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
ডেরেকের অভিযোগ, রাজ্যের ডিজিকে সরিয়ে বিজেপি প্রমাণ করেছে এই নির্বাচনেও তারা জাতীয় নির্বাচন কমিশনকে নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আর এরজন্যই এবারের ভোট সুপ্রিম কোর্টের নজরদারিতে করার দাবি জানাল তৃণমূল।