রাজ্যপালের (CV Ananda Bose) হাতেখড়ি অনুষ্ঠানে রাজভবনে গরহাজির বিজেপির প্রতিনিধিরা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আসবেন না, আগেই জানিয়েছিলেন। এদিন অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমন্ত্রিত বিধায়করা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেখা গেলেও বিজেপির কাউকেই দেখা যায়নি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর পাশাপাশি সুকান্ত মজুমদারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
আরও পড়ুন: বিশ্বভারতীর জমি বিতর্ক, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে পাল্টা কটাক্ষ অমর্ত্য সেনের
রাজ্যপালের শপথগ্রহণের অনুষ্ঠানেও হাজির ছিলেন না বিজেপির প্রতিনিধিরা। দ্বিতীয় সারির আসন নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।