মাধ্যমিকে ইংরেজির প্রশ্নফাঁস বিতর্কে বিবৃতি দিল মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার পর্ষদ জানিয়েছে, শুক্রবার ইংরেজি প্রশ্নপত্রের যে তিন পাতা সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করেছে, তার প্রাথমিক সূত্রে হাতে এসেছে। এই ব্যাপারে মালদহ জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের দাবি, সাইবার বিশেষজ্ঞরা কাজ করছেন, অভিযুক্ত ধরা পড়বেই। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সূত্র হাতে পাওয়ায় বিভিন্ন বিভাগকে ধন্যবাদ জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার পরীক্ষা শেষের আগে ইংরেজির প্রশ্ন ফাঁস হয়েছে বলে প্রথমে সন্দেহ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই ব্যাপারে তিনি টুইটও করেছিলেন। সুকান্তর অভিযোগ উড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে পরিকল্পিত অন্তর্ঘাত বলেও দাবি করে মাধ্যমিক পর্ষদ।
আসরে নেমে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ান এবং সুকান্ত মজুমদারকেই আক্রমণ করেছিলেন।