কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক । কলকাতা পুলিশের কাছে হুমকি ইমেইল এসেছে বলে খবর । ওই ইমেইলে দাবি করা হয়েছে, জাদুঘরের বিভিন্ন জায়গায় বোমা রাখা আছে । বোমা মেরে গোটা মিউজিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হয়েছে ।
হুমকি মেল আসার পরই তৎপর কলকাতা পুলিশ । দ্রুত কলকাতা মিউজিয়ামে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী । বম্ব স্কোয়াডও পাঠানো হয় । সঙ্গে সঙ্গে গোটা মিউজিয়াম চত্বর খালি করে দেওয়া হয় । ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে ।
জাদুঘরে তল্লাশি অভিযান শুরু হয়েছে । কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে মিউজিয়াম । তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে ।