রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত প্রকাশ্যে। এবার রাজ্যপালের পাঠানো চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি রাজভবনকে ওই চিঠি প্রত্যাহার করে নেওয়ার বার্তাও দেন শিক্ষা মন্ত্রী।
সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। যে নির্দেশে বলা হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট রাজভবনে আচার্যের কাছে পাঠাতে হবে।
এমনকি যে কোনও আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় বিষয় রাজ্যপালের অনুমোদন নিতে হবে। আর তা নিয়েই প্রকাশ্যে এসেছে সংঘাত। শিক্ষামন্ত্রীর অভিযোগ, রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে সম্পূর্ণ আঁধারে রেখে এই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।