শুরু হয়েছিল কোচবিহার থেকে। রবিবার কলকাতার ব্রিগেডের জনসভায় শেষ হচ্ছে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকে ইনসাফ যাত্রা। যার নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সকাল থেকেই বাম কর্মী, সমর্থকরা ব্রিগেডমুখী। তাঁদের জন্য তৈরি হচ্ছে খাবার।
প্রায় রাত জেগেই এই খাবার তৈরি হয়েছে হাওড়ার শিবপুরের শ্রমজীবী ক্যান্টিনে। প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের জন্য খাবার তৈরি হয়েছে বলে জানিয়েছেন হাওড়া জেলার যুবনেতা সরোজ দাস। মেনুতে রয়েছে খিচুড়ি, তরকারি, চাটনি ও পাপড়।
প্রায় ১৬ বছর পর ফের ব্রিগেডে ফিরছে বামেদের যুব সংগঠন। গত ৫০দিন ধরে পথ চলে তাদের ইনসাফ যাত্রা রবিবারই শেষ হচ্ছে। যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেড কতটা ভরবে, সেটাই এখন চ্যালেঞ্জ যুব সংগঠনের কাছে।