মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটের (Budget 2022) পর কলতাকার রাস্তায় এডিটরজি বাংলা। এডিটরজি বাংলার (Editorji Bangla) কাছে নিজের মনের কথা জানালেন সাধারণ মানুষ।
স্মৃতি লাল
আমার খুব ভালো লাগল ফাইভ-জি মোবাইল (5G Mobile) লঞ্চ করবে। এখন আমরা ফোর-জি ব্যবহার করছি। আমি গয়না পরতে খুবই ভালোবাসি। স্পেশালি হীরে। হীরের গয়নার (Diamond Jewelry) দাম কমেছে, এটা জেনেও ভালো লাগল।
শালিনী ভট্টাচার্য
প্রত্যাশা তো ছিল। একটা হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা (School Reopen) নিয়ে। স্কুলটা বন্ধ করে বাচ্চাদের জন্য ক্ষতি হয়েছে। যেমন বাচ্চারা এখন খেলতে পারে না। আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমরা খেলতাম। সেটা এখন অনলাইন। খুব ফাসট্রেশন হয়ে যাচ্ছে। আমার নিজের দিদির মেয়ে আছে। সে বাড়িতে বসে খেলে, শুধু মোবাইল দেখে। ওটা বেড়ে গেছে। একটা যেটা সরকার বলেছে, যে বাচ্চাদের জন্য চ্যানেল করবে, সেটা আমার ভালো লেগেছে। আর প্রত্যাশা ছিল ট্যাক্স (Income Tax) কমবে। সেটা কমেনি। ট্যাক্সটা কমলে মধ্যবিত্তদের জন্য ভালো হত।
বিক্রমজিৎ সিং
বাজেট ঠিকই লেগেছে। স্টার্ট-আপদের জন্য বরাদ্দ করেছে। লজিস্টিক্সের জন্য বরাদ্দ করা হয়েছে। অনেক কিছুই রাখা হয়েছে, যা দেশের অর্থনীতিকে (Indian Economy) সাহায্য করবে। মধ্যবিত্তদের জন্য তেমন ফোকাস করার মতো কিছু ছিল না। আয়কর যেমন ছিল, তেমনই আছে। মুদ্রাস্ফীতি বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে। পাঁচ লাখের স্ল্যাব বাড়িয়ে দেওয়া উচিত ছিল।
পুষ্পেন্দু
কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের আয়করটা দেখা উচিত ছিল। ভোগ্যপণ্যের যে মূল্যবৃদ্ধি সেটা দেখা উচিত ছিল। গ্যাস, সরষের তেল, এই ব্যাপারটা একটু দেখা উচিত ছিল। সেরকম কোনও রেসপন্স নেই। মধ্যবিত্ত গরীব হচ্ছে, উচ্চবিত্ত সেরকমই থাকছে। এটা সরকারের কাছে প্রত্যাশা ছিল না।
আরও পড়ুন: ছোট সংস্থার জন্য কেমন ছিল আজকের বাজেট? দেখুন এডিটরজি বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকার
পলাশ পাল
দেখুন, সাধারণ মানুষের জন্য ট্যাক্স কমানোটা উচিত ছিল। আমরা ভেবেছিলাম, প্রত্যাশাও করেছিলাম। কিন্তু কোনও কারণে কমায়নি। কোনও পলিটিক্যাল ইস্যু থাকতে পারে। ভোটার হিসেবে আমাদের চাহিদা, ট্যাক্সটা কমা উচিত ছিল।