শহর কলকাতায় মাওবাদী যোগ(Maoist Connection)। মঙ্গলবার মাওবাদীদের(Maoist) অর্থ জোগানোর অভিযোগে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীকে(Businessman) গ্রেফতার করল এনআইএ(NIA)। ধৃত ব্যবসায়ীর নাম মহেশ আগরওয়াল।
জানা গিয়েছে, রাঁচি এনআইএর(NIA) দল মাওবাদীদের(Maoist) বিরুদ্ধে তদন্ত করছিলেন। সেখানেই মানি ট্রেইলের হদিশ মেলে। এরপর থেকেই মহেশ আগরওয়ালকে খুঁজছিলেন গোয়েন্দারা। অবশেষে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয় দক্ষিণ কলকাতা(South Kolkata) থেকে। ট্রানজিট রিমান্ডের জন্য বুধবার ওই ব্যবসায়ীকে(Businessman) তোলা হবে কলকাতার বিশেষ এনআইএ আদালতে(NIA Court)।
আরও পড়ুন- Kolkata Municipal Corporation: মাস্ক পরে ছবি তুলে আপলোড করলেই পুরস্কার! জানাল কলকাতা পুরসভা
তবে ঠিক কী কারণে মাওবাদীদের(Maoist) সাহায্য করেছিলেন ওই ব্যবসায়ী, তা জানতে চান তদন্তকারীরা। সাহায্যের পিছনে কোনও চাপ রয়েছে নাকি ব্যবসায়ী(Businessman) নিজেও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সমস্ত কিছু তদন্ত করে দেখতে চান এনআইএর(NIA) গোয়েন্দারা।
আরও পড়ুন- Drug: মধ্যরাতে বারুইপুর জেলা পুলিশের অভিযান, ২৫ কেজি গাঁজা ও হেরোইন সহ গ্রেফতার ২ পাচারকারী
এর আগেও হুগলি থেকে মনোজ চৌধুরী নামক এক মাওবাদী(Maoist) নেতাকে গ্রেফতার করে এনআইএ(NIA)। তাঁর বিরুদ্ধেও টেরর ফান্ডিংয়ের অভিযোগ রয়েছে। তিন বছর ধরে পালিয়ে বেড়ানোর পর তাঁকে হুগলি(Hooghly) থেকে গ্রেফতার করা হয়।