SSC গ্রুপ ডি দুর্নীতি অনুসন্ধানে আরও ৪ মাস সময় দিল হাইকোর্ট। এখনই সিঙ্গল বেঞ্চের কাছে দিতে হবে না রিপোর্ট। অনুসন্ধান কমিটিকে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অনুসন্ধান কমিটির উদ্দেশ্যে সিঙ্গল বেঞ্চের কড়া পর্যবেক্ষণ খারিজ করে দেওয়া হয়েছে। ৫৭৩ জনের চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য।
কিছুদিন আগে নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল করেছিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা যে বেতন এখন অবধি পেয়েছেন, তা উদ্ধার করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা স্কুল পর্যবেক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের কমিটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: LIC IPO-র খসড়া জমা পড়ল সেবির কাছে, কত শতাংশ শেয়ার ছাড়া হচ্ছে বাজারে?
উল্লেখ্য, SSC গ্রুপ-ডি কর্মী নিয়োগে 'দুর্নীতি'র অভিযোগের বিষয়ে অনুসন্ধানে সময় চেয়েছিল কমিটি। অনুসন্ধান শেষ করতে আরও সময় চেয়েছিল আদালত নিযুক্ত কমিটি। এর আগে ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট । যদিও নির্ধারিত সময়ের থেকে আরও কিছুটা সময় চেয়েছিল কমিটি। গত ডিসেম্বরে গ্রুপ ডি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি হরিশ টন্ডন, রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ এই নির্দেশ খারিজ করে বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করে ডিভিশন বেঞ্চ।