ইডি বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলায় জুলাই মাস পর্যন্ত স্থগিতাদেশ দিল আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ ৩ ইডি কর্তাকে জানায়, আপাতত কণ্ঠস্বরের নমুনা দিতে তাঁদের কলকাতা পুলিশের কাছে যেতে হবে না।
তিন ইডি কর্তার (ED Officers) বিরুদ্ধে নিম্ন আদালতে মানহানির মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন বছর আগের একটি মামলার সূত্র ধরে তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুরোধ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মামলা নিয়ে উচ্চ আদালতে আবেদন করে ইডি। হাইকোর্টে সেই মামলায় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: 'উত্তরবঙ্গে রাজ্য সরকার উন্নয়ন করেনি', পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে জানালেন শুভেন্দু
পশ্চিম বর্ধমানে বেআইনি কয়লা খাদানের তদন্তে ২০২১ সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। তদন্ত চলাকালীন একটি একটি জাতীয় সংবাদমাধ্যমে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে। ইডির এক কর্তা ও কলকাতার এক ব্যবসায়ীর কথোপকথন শোনা যায়। অডিয়োতে বলতে শোনা যায়, কয়লা খাদানের জন্য টাকা আসে অভিষেকের থেকে। ওই অডিয়ো বার্তা নিয়েই ইডির বিরুদ্ধে পাল্টা মামলা করেন অভিষেক। অভিষেকের অভিযোগ ছিল, তাঁর সম্মানহানি করার জন্য ইচ্ছে করে ওই মামলা প্রকাশ করা হয়েছে। তাই ইডি কর্তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুরোধ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।