বেঙ্গল কেমিক্যাল মোড়ে দুর্ঘটনা। ফুটপাথে গাড়ি উঠে আহত দুই শিশু-সহ মোট ৩ জন। ফুটপাথে খেলছিল দুই শিশু। আহত শিশুদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।
কাঁকুড়গাছির দিক থেকে গাড়িটি আসছিল। আচমকাই ফুটপাথে উঠে যায় গাড়িটি। আহত দুই শিশু রিয়া ঘোষ ও অঙ্কিত সাউ। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে এসেছে ফুলবাগান থানার পুলিশ। অভিযোগ, চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ফুটপাথে উঠে যায় গাড়িটি।