যাত্রীদের মনোরঞ্জনের জন্য নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail)। এবার লম্বা পথের যাত্রা আর একঘেয়ে লাগবে না। কারণ যাত্রীদের জন্য এবার মেট্রো কামরাতেই 'টম অ্যান্ড জেরি' কিংবা 'ছোটা ভীম'-এর মতো জনপ্রিয় কার্টুন (Cartoon Service) দেখানোর ব্যবস্থা করল কলকাতা মেট্রো রেল।
শুক্রবার থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হয়ে গিয়েছে । মূলত স্কুল পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এতদিন মেট্রো রেলের ভেতরের বোর্ডে পরবর্তী স্টেশনের নাম দেখানো হত।
আরও পড়ুন - দুপুরে সন্ধ্যে ঘনিয়ে এল দক্ষিণবঙ্গে, জেলায় ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টি
সেই বোর্ডেই এবার থেকে স্টেশনের পাশাপাশি এই সব জনপ্রিয় কার্টুন দেখানো হবে।আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করা নর্থ-সাউথ মেট্রোতেই এই কার্টুন পরিষেবা পাবেন যাত্রীরা।