তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। দিনের বেলা খুব সমস্যায় না পড়লে বাড়ির বাইরে পা পর্যন্ত ফেলতে চাইছেন না কেউ। তবে এই গরম শুধু সাধারণ মানুষকে নয়, কাবু করে ফেলেছে চোর-ছিনতাইবাজদেরও। পুলিশের হিসেব বলছে, গরম পড়তেই শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনা কমে প্রায় অর্ধেকে এসে ঠেকেছে। তবে সংখ্যায় কম হলেও যা চুরি-ছিনতাই হচ্ছে, তাও নাকি রাতের শহরে।
কলকাতা পুলিশের মতে, ঠান্ডা হাওয়ার খোঁজে রাতে জানালা খুলে ঘুমোনো গৃহস্থদের টার্গেট করছে তারা। ফলে রাতে জানালার ধারে থাকা ল্যাপটপ-ঘড়ি-মোবাইল ফোন সকাল হতেই উধাও হয়েছে। মূলত গল্ফ গ্রিন, রিজেন্ট পার্ক, চারু মার্কেট-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন থানা এলাকায় কমবেশি একই অভিযোগের সাক্ষ্মী থেকেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal Weather Update: কলকাতায় সামান্য পারদ পতন, ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা
পুলিশ সূত্রে খবর, দিনের বেলা গরমে জেরবার মানুষ রাতে দরজা-জানলা খুলে ঘুমোচ্ছেন। আর সেই সুযোগেই কাজ হাসিল করছে অপরাধীরা। এছাড়াও পুলিশের তরফে সন্ধ্যায় বা রাতে বাড়িরদরজা-জানালা খুলে রেখে আশপাশের খোলা জায়গায় সময় কাটানোকেই দায়ী করা হয়েছে।