স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কথাতেই চাকরিপ্রার্থীদের মার্কশিটের নম্বর অদলবদল। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এমনই অভিযোগ সিবিআইয়ের আইনজীবীদের। এই যুক্তি দিয়ে তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।
সোমবার আদালতে সিবিআই জানিয়েছে, এসএসসি দুর্নীতি কাণ্ডে তাঁদের কাছে আরও কিছু তথ্য ও নথি হাতে এসেছে। এ নিয়ে সিবিআই আধিকারিকরা আরও তদন্ত করছেন। এদিন বেশ কিছু নথিও আদালতে জমা করেছে সিবিআই। সিবিআই আধিকারিকদের আশঙ্কা, সুবীরেশ জামিন পেলে ওই তথ্যপ্রমাণ বিকৃত হতে পারে। ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
যদিও এই যুক্তি মানতে চাননি সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায়। আদালতে পাল্টা যুক্তি দেন, তাঁর মক্কেল অসুস্থ। ডায়াবেটিস ও হাই ব্লাডপ্রেসার আছে। তাঁকে জামিন দেওয়া হোক। জেলের খাবারও খেতে পারছেন না।
গত ১৯ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। তাঁকে ৭ দিন হেফাজতে রেখে জেরা করেনি সিবিআই। সিবিআইয়ের আবেদন খারিজ করে তাঁকে জেল হেফাজতে রাখা হয়।