SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তাঁকে তলব করে সিবিআই। নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যায় তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
SSC দুর্নীতির অভিযোগ এর আগে কল্য়াণময়কে জেরা করে ইডি। বৃহস্পতিবার বেশ কিছু নথি আনার নির্দেশ দিয়ে নিজাম প্যালেসে তাঁকে ডাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার সকালে সময়ের আগেই সিবিআই দফতরে যান কল্য়াণময়। সূত্রের খবর, তদন্তকারীরা যে তথ্য চেয়েছিলেন, তা দিতে পারেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিছু নথি হারিয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। এদিন দুপুর ১২টা থেকে ৬ টা পর্যন্ত তাঁকে জেরা করার পর গ্রেফতার করে CBI।
আরও পড়ুন: 'রাজ্যে ৩০ হাজার চাকরি হবে', টাটা গোষ্ঠীর প্রকল্পের উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী
স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ আছে কল্য়াণময়ের বিরুদ্ধে। তাঁর নির্দেশেই নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে জানায়, কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি বাগ কমিটির রিপোর্ট। গত ২৩ জুন তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওই পদের দায়িত্ব নেন রামানুজ গঙ্গোপাধ্যায়।