স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য়ে প্রথম গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু এবার সিবিআই জালে ধরা পড়ল স্কুল সার্ভিস কমিশনে তৈরি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা এবং কমিশনের প্রাক্তন চেয়ারম্য়ান অশোক সাহা।
আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করতে নেমে দফায় দফায় এই দু জনকে জেরা করেছিল সিবিআই। মূলত শান্তিপ্রসাদের সূত্র ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের যোগের সূত্র পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরআগে নিজাম প্যালেসে ডেকে দু জনকেই জেরা করা হয়েছিল। এমনকী, শান্তিপ্রসাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছিল।
এই সংক্রান্ত মামলায় যে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। অশোকের নাম ছিল চতুর্থ। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাঁদের দু’জনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা।