এবার শহরে ৪০০ কোটির ব্যাঙ্ক তছরুপের মামলা(Bank Fraud Case)। কলকাতার একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে শুক্রবার মামলা দায়ের করে সিবিআই। কর্পোরেট পাওয়ার লিমিটেড নামক সংস্থার ডিরেক্টর-প্রোমোটার-সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI)। এখনও পর্যন্ত ওই সংস্থার বিরুদ্ধে মোট ৪,০৩৭.৮৭ কোটি টাকা প্রতারণার অভিযোগে সরগরম কলকাতা(Bank Fraud in Kolkata)।
অভিযোগ, ২০০৯ থেকে ২০১৩-এই সময়পর্বে সংশ্লিষ্ট সংস্থা একটি ভুয়ো প্রকল্পকে সামনে রেখে বিরাট অঙ্কের ব্যাঙ্কঋণ(UBI Bank Fraud) নেয়। পরে সেই অর্থ বিভিন্ন ভুয়ো কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় বলেও অভিযোগ। এরপরই তৎপর হয় সিবিআই(CBI on Bank Fraud)।
শুক্রবারই দেশজুড়ে ছড়িয়ে থাকা সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই দেশের ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)। মুম্বই, নাগপুর, কলকাতার পাশাপাশি দুর্গাপুর, রাঁচি, বিশাখাপত্তনমেও সিবিআই তল্লাশি চালায় এদিন।