এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) কলকাতার ফ্ল্যাট সিল করল সিবিআই (CBI)। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে ফ্ল্যাট ছিল তাঁর। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর।
বুধবার এদিন দুপুর ১২টা নাগাদ একই সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলকাতার ফ্ল্যাটে হানা দেন সিবিআই আধিকারিকরা। ১২ জনের একটি দল এসে পৌঁছয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্যের দফতরের বাইরে কর্মীদের ফোনও জমা নেন সিবিআই আধিকারিকরা। যাতে তারা কারও সঙ্গে যোগাযোগ না করতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে টানা জেরা করা হয় তাঁকে। এদিকে নিজাম প্যালেস থেকে আরও একটি দল যায় সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে। সেখানে গিয়ে তাঁর ফ্ল্যাট বাজেয়াপ্ত করে সিবিআই।
আরও পড়ুন: সিবিআই নজরে এসএসসির আর এক প্রাক্তন চেয়ারম্যান, উত্তরবঙ্গে জেরা সুবীরেশ ভট্টাচার্যকে
২০১৪-২০১৮, তার বছর এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন বিচারপতি আর কে বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাই কোর্টে জমা দেন। সেই রিপোর্টে নাম আছে সুবীরেশ ভট্টাচার্যের। এসএসসি দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়।