নিয়োগ দুর্নীতি কাণ্ডে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব সিবিআইয়ের। তাঁকে সমন পাঠিয়ে সোমবার তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ও শান্তনুর সঙ্গে সুজয়ের ঘনিষ্টতার প্রাথমিক প্রমাণ তাঁদের হাতে এসেছে। সোমবার সুজয়ের ব্যাঙ্ক সংক্রান্ত নথিও আনতে বলা হয়েছে। আর্থিক লেনদেনের বিষয়টিও গোয়েন্দারা খতিয়ে দেখবেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় সুজয়কে নোটিস পাঠানো হয়। বুধবার নিজাম প্যালেসে যান। দুপুর ২টো নাগাদ সিবিআই দফতর থেকে বেরিয়ে যান তিনি। শুক্রবার ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল প্রথম সুজয়ের নাম প্রকাশ্যে আনেন। এরপর গোপাল দলপতির মুখেও শোনা যায় তাঁর নাম। ইডির হাতে ধৃত কুন্তল ঘোষও 'কালীঘাটের কাকু'-র নাম জানান। তদন্তে বারবার সুজয়প্রসাদের নাম উঠে আসায় ফের তাঁকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।