মদন মিত্রের (Madan Mitra) বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই (CBI Raid)। প্রায় সাড়ে ৫ ঘণ্টা তল্লাশির পর তৃণমূল নেতার দুটি বাড়ি থেকে বেরিয়ে আসে সিবিআইয়ের দুটি দল। দুপুর আড়াইটে, পৌনে তিনটের সময় তাঁরা বেরিয়ে যান। পুরসভার নিয়োগ সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে এই তল্লাশি চালানো হয় বলে খবর।
রবিবার সকালে বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়িতে যায় সিবিআইয়ের একটি দল। অন্য দল যায় মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। সেই সময় ভবানীপুরের বাড়িতেই ছিলেন তিনি। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানা গিয়েছে। প্রায় ৬ঘণ্টা ধরে সিবিআই তাঁকে কী নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, তা যদিও জানা যায়নি।
আরও পড়ুন: ধর্না থেকে নজর ঘোরাতেই CBI তল্লাশি, BJP-র দিকে অভিযোগ তৃণমূলের
রাজনৈতিক মহলের একাংশের মতে, কিছু পাওয়া গেলে, এত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরোতেন না আধিকারিকরা। তৃণমূল বিধায়ক এখনও নিজেও কিছু খোলসা করেননি।